রাজ্যে (West Bengal নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৩৪২৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু (Covid Deaths) হয়েছে ২০,৫৮৩ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ।
কলকাতায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫২১ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। হাওড়া ও হুগলিতেও গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন যথাক্রমে ৫ ও ৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় কোভিডে কোনও মৃত্যু হয়নি।
আরও পড়ুন: দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ , মৃত ৮৯৩
গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৫৭,০৮৫ জন। ভ্যাকসিন নিয়েছেন ৪ লক্ষ ৭৭ হাজার ৩৮৭ জন।