রাজ্যে কোভিডে নতুন করে আক্রান্ত ( Covid Affection) হলেন ১২ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে (West Bengal Covid Tally) কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা (Covid Test) করিয়েছেন ৭৮৯২ জন। দৈনিক সংক্রমণের হার ০.১৫ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২১,১৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৫৯০৮ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডের প্রথম ডোজ (First Dose) নিয়েছেন ৭ কোটি ১৭ লক্ষ ১১ হাজার ১৭৯ জন। দ্বিতীয় ডোজ (Second Dose) নিয়েছেন ৬ কোটি ১ লক্ষ ৫৮ হাজার ১৩৮ জন। প্রি-কশন ডোজ (Pre- caution Dose) নিয়েছেন ১৯ লক্ষ ৩১ হাজার ২৮৯ জন।
আরও পড়ুন: ৭১৫ দিন পর দেশে এক হাজারের নিচে নামল দৈনিক কোভিড সংক্রমণ, মৃত ১৩
কোভিড পরিস্থিতি রাজ্য জুড়ে অনেকটাই স্বাভাবিক। বাস, ট্রেন, মেট্রোর সংখ্যাও স্বাভাবিক সময়ের মতোই চলছে। ১ এপ্রিল থেকে রাজ্যে উঠে গিয়েছে কোভিড বিধি। অফিস, আদালত সবই স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই মাস্ক পরা কোভিড বিধি মেনে চলতে হবে। ইতিমধ্যে চতুর্থ ঢেউয়ের সতর্কবাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।