রাজ্যে রীতিমতো অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে কোভিড আক্রান্তের সংখ্যা। সপ্তাহের শুরুতে সোমবার ছিল ৪৩৯। চারদিনের মধ্যে শুক্রবারে তা প্রায় ৮ গুণ বেড়ে সাড়ে ৩ হাজার ছুঁইছুঁই।
বৃহস্পতিবারই রাজ্যে একদিনে ২ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন করে করোনা আক্রান্ত (Covid 19) হলেন ৩৪৫১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা বেড়ে হয়েছে ১০,৭১০। সুস্থতার হার একটু হলেও কমেছে। শুক্রবার সুস্থতার হার কমে হয়েছে ৯৮.১৪ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১,৫১০ জন।
কলকাতা সহ সব জেলার পরিস্থিতিই উদ্বেগজনক। কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৯৫৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯৬ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন ১ জন। হাওড়াতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯৮ জন।