রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২৮০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২০৩ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১০ হাজার ২৩২ জন। কোভিডে রাজ্যে মোট প্রাণ হারিয়েছেন ২১,৪৮৬ জন। দৈনিক সংক্রমণের হার ৩.১৯ শতাংশ।
আরও পড়ুন: টানা ৬ ঘণ্টা জেরা, নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৫০ হাজার ৮০৩ জন। এখনও পর্যন্ত মোট প্রিকশন ডোজ নিয়েছেন ১ কোটি ৪৭ লক্ষ ১ হাজার ৯৮৩ জন। সামনেই দুর্গাপুজো। বর্ষার বাড়ছে ডেঙ্গির প্রকোপও। তার আগে রাজ্যবাসীকে কোভিড বিধি মানার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।