রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৭৬৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৪,১৮৪। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।
আরও পড়ুন: তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী! এবার মুখ খুললেন বিজেপি বিধায়ক
কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হলেন ১৩১ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। মৃত্যুর নিরিখে সবচেয়ে আগে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় কোভিডে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় কোভিডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩ জনের।
গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৪৪,৩০০ জন।