সপ্তাহের প্রথম দিনের সকালে দেশের করোনার পরিসংখ্য়ানে চোখ রেখে বুক খানিকটা কেঁপেই উঠেছিল। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের নিরিখে ছিল পশ্চিমবঙ্গ। এদিন বিকেলে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হল, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ খানিকটা কমেছে। গত কয়েকদিন ধরে যে ভাবে তিন হাজারের মুখোমুখি দাঁড়িয়ে ছিল দৈনিক সংক্রমণের সংখ্য়া, তার থেকে কমে একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া ১ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে তিন জনের।
তবে, স্বস্তি নেই। কারণ, রাজ্য দফতরের রিপোর্টেই উল্লেখ করা হয়েছে দৈনিক পজিটিভিট রেট বেড়ে হয়েছে ২১ শতাংশ। কারণ, জেলাওয়াড়ি তালিকায় উত্তর ২৪ পরগনা এবং কলকাতা একে অপরকে টেক্কা দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য়া ৫৪৮ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। এরপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি।
আরও পড়ুন : দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ১৬,৬৭৮, বাড়ছে অ্যাক্টিভ কেস
বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি ফের জটিল হচ্ছে। পরিসংখ্যানেও যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য়ের দেওয়া তথ্য় অনুযায়ী, বর্তমানে ১১টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের উপরেই। এরমধ্য়ে রয়েছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। যেখানে পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ।