রাজ্যে ৩ হাজারের গন্ডি পেরিয়ে গেল কোভিডের দৈনিক সংক্রমণ (Covid Affection)। বাংলায় বর্তমানে কোভিড আক্রান্ত ৩,০২৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। দ্বিতীয় স্থানে কলকাতা। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১৮.৯৫ শতাংশ।
দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহ। রাজ্যে মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৮,৮৫৬। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৮১ টি।