রাজ্যে পর পর দু'দিন ৩ হাজারের গন্ডি পেরিয়ে গেল কোভিডের দৈনিক সংক্রমণ (Covid Affection)। বাংলায় বর্তমানে কোভিড আক্রান্ত ৩,০৬৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। দ্বিতীয় স্থানে কলকাতা। রাজ্যে মৃত্যুর হার ১.০৩ শতাংশ।
দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৬৯৩ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহ। বর্তমানে পজিটিভ কেস ২০ লক্ষ ৬৫ হাজার ৩৬০।
আরও পড়ুন- Monkey Pox virus: মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে সতর্ক হোন এখন থেকেই, জেনে নিন এই সব জরুরি তথ্য