৪৮ ঘণ্টা পর রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজারের নিচে নামল। কমল সংক্রমণের হারও। তবে সামান্য বাড়ল দৈনিক মৃত্যু। বাংলায় বর্তমানে কোভিড আক্রান্ত ২,৮৩৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)।
শনিবার করোনা নিয়ে জরুরি বৈঠক হল নবান্নে। জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠক শেষে করোনাবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। এদিকে বৈঠক শেষে মাস্ক ব্যবহারে জোর দেন মুখ্যসচিব। এমনকী, জনবহুল এলাকায় ভিড় নিয়ন্ত্রণ, করোনাবিধি মেনে চলার পরামর্শ দেন।
আরও পড়ুন- India Covid19 Update : ২০ হাজারের উপরেই করোনার দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু ৫৬ জনের
দৈনিক কোভিড (COVID-19) সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে কলকাতা। সেখানে ৫৯৩ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৭ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহ। বর্তমানে পজিটিভ কেস ২০ লক্ষ ৬৮ হাজার ১৯৯।