রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । মঙ্গলবারের মত বুধবারের রিপোর্টও তেমন উদ্বেগজনক নয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত (Covid in West Bengal) হয়েছেন ৬৫ জন । মৃত্যু হয়েছে ২ জনের ।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ২৮৭৬ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮ জনের
এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৯৪ হাজার ১৮২ জন ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা (Covid 19) করিয়েছেন ১৯ হাজার ২০৪ জন । ভ্যাকসিন নিয়েছেন ৯৪ হাজার ৬৭৮ জন । রাজ্যে মোট করোনা আক্রান্তের (Covid 19) সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫৮১ জন । মৃত্যু হয়েছে (Death in Covid 19) ২১ হাজার ১৯১ জনের । মৃত্যুর হার ১.০৫ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১১৯ জন।