রাজ্যে করোনা পরিস্থিতি(West Bengal Covid update) এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত (Covid in West Bengal) হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৯৪ হাজার ৩১৪ জন।
আরও পড়ুন- Covid 19 Fourth Wave: কোভিড সংক্রমণ বাড়ছে এশিয়াতে, দেশকে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা (Covid 19) করিয়েছেন ১৮ হাজার ৪৭৮ জন। ভ্যাকসিন নিয়েছেন ৯১ হাজার ৪৩৯ জন । রাজ্যে মোট করোনা আক্রান্তের (Covid 19) সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৬৭৫ জন। মৃত্যু হয়েছে (Death in Covid 19) মোট ২১ হাজার ১৯২ জনের। মৃত্যুর হার ১.০৫ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮৪ জন।