গত ২৪ ঘন্টায় রাজ্যে ফের উর্দ্ধমুখী কোভিড গ্রাফ। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সোমবার যদিও সংখ্যাটা নেমেছিল দু’শোর নিচে। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ২.৭২ শতাংশ।
স্বস্তি দিয়ে সব জেলাতেই একশোর নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতায় একদিনে আক্রান্ত ৯১ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩৯ জন। এরপরেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ২০ জন। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২১ লক্ষ ৫ হাজার ২২২ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে একজনের। তিনি হাওড়ার বাসিন্দা। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৪৪৬ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪২৯ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৮০ হাজার ২৯৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৮২ শতাংশ।