করোনা নিয়ে চাপা আতঙ্কের মাঝেই কিছুটা স্বস্তিতে বাংলা। শনিবারের পরিসংখ্যান কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে রাজ্যের চিকিৎসক মহলে। শনিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ২৪, ৪৭৯ জন। এদিন করোনায় প্রাণ হারিয়েছেন দু'জন।
দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও এখনও শীর্ষে কলকাতা। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৫২ জন। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলায় ১৮ জন কোভিড আক্রান্ত।
আরও পড়ুন- India Covid Update : কমল দৈনিক সংক্রমণ, ভারতে হঠাৎ করেই লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা
করোনা পজিটিভিটি রেট (Positivity rate) বেড়ে হয়েছে ৭.২৭ শতাংশ। করোনার বাড়বাড়ন্তের মাঝে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২১৭ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।