রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফে পতন। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। মোট ২৩২ জনের শরীরে মিলল ভাইরাসের হদিশ। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম। তবে বাড়ল মৃতের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২৩২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৪৯ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তারপরেই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হল ৩ জনের। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। উত্তর ২৪ পরগনার ২ জন এবং কলকাতার ১ জন ভাইরাসের বলি। ভিড়ে ঠাসা কোনও জায়গায় যাতায়াতের সময় মাস্ক ব্যবহারের উপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা।