দেশজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। চোখ রাঙাচ্ছে ভাইরাস। এমন পরিস্থিতিতে পরপর দু’দিন বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল মৃত্যু।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ২৭৩ জন। যা মঙ্গলবারের তুলনায় সামান্য বেশি। নতুন করে মারা গিয়েছেন ৫ জন। দৈনিক পজিটিভিটি রেট ৮.৫৫ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৬৯ জন। সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৬০ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১১০ জন।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৪ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৩লক্ষ ৭৯ হাজার ৬৮১ জন।