শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (Covid Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩৮০৫ জন। শহর কলকাতাতে (Kolkata) গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৮১ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৪৩৮ জন। এই দুই জেলায় মৃতের সংখ্যা যথাক্রমে ৮ জন এবং ৯ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।
রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ৬.১৫ শতাংশ...
তবে এখনও চিন্তায় রাখছে রাজ্যের মৃত্যুর হার। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফও (Covid Graph)।