দেশজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। চোখ রাঙাচ্ছে ভাইরাস। এমন পরিস্থিতিতে বেড়েই চলেছে রাজ্যের করোনা সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যুর সংখ্যাও।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ৪৯৫ জন। যা বুধবারের তুলনায় বেশ খানিকটা বেশি। নতুন করে মারা গিয়েছেন ৭ জন। দৈনিক পজিটিভিটি রেট ১০.৪২ শতাংশ। এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন ১৮ হাজার ৬৭১ জন। করোনার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭২ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯০ হাজার ৪৮৩। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৮. ০৬ শতাংশ মানুষ।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১৪ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জন।