রাজ্যজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিম্নমুখী হার সামান্য স্বস্তি দিলেও এখনই উদ্বেগ যাচ্ছে না। এদিনও আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ২৮৪ জন। নতুন করে মারা গিয়েছেন ৬ জন। দৈনিক পজিটিভিটি রেট কমে ৮.৮৭ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২৩৫ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১৫৭ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ১৪৭ জন। তবে হঠাৎই চিন্তায় ফেলল জলপাইগুড়ির কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত ৮২ জন।
আরও পড়ুন- Viswabharati University: দিনেদুপুরে চুরি গেল মার্কশিট! বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য