রাজ্যে ব্যাপক কোভিড সংক্রমণের (Covid 19 Infection) মাঝেই সপ্তাহান্তে কিছুটা স্বস্তি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৪৯৯ জন। শুক্রবার ১৭০০-র বেশি ছিল সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ৩।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, করোনায় দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায় (Kolkata)। গত ২৪ ঘণ্টায় এখানে ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে কোভিড সংক্রমিতের সংখ্যা ৪২৯। সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়। একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের হদিশ মিলেছে।
আরও পড়ুন- India Covid 19 Update : আবার ১৭ হাজার দেশের করোনা, আছড়ে পড়তে পারে চতুর্থ ঢেউ, আশঙ্কা বিশেষজ্ঞদের
গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন উত্তরবঙ্গের। তিনি উত্তরবঙ্গ (North Bemgal) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, ২৮ জুন করোনা আক্রান্ত হয়ে ওই রোগী ভর্তি হয়েছিলেন। তাঁর টিকা (Corona vaccine) নেওয়া ছিল। শনিবার সকাল ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এছাড়া আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।