রাজ্যে ফের দ্রুত ছড়াচ্ছে কোভিড সংক্রমণ (Covid 19)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২,৮৮৯ জন। ওই একই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) ১৮.৭৪ শতাংশ। তবে এদিন সংক্রমণের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে রাজ্যে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগণা।
বুধবার রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিল ২,৩৫২ জন। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই সংখ্যাটা অনেকটা বেড়ে যাওয়ায় উদ্বেগে রাজ্য প্রশাসন। সবাইকে যথাযথ কোভিড বিধি মানার পরামর্শ দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন- Covid 19 India Update: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৮,৯৩০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ জনের
বৃহস্পতিবার প্রশাসনের তরফে সরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন, ওষুধ মজুত আছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর চাইছে, জেলাগুলিতে সেফ হোম ও বেডের সংখ্যা যেন বাড়ানো হয়। পাশাপাশি টিকাকরণে জোর দেওয়ার পথেও হাঁটছে রাজ্য।