রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19) ৩৭৭ জন । যা রবিবার ছিল ৬৩৯। একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ৫ জনের। কমেছে পজিটিভিটি রেটও ।
আরও পড়ুন- Anubrata Mondal: এসএসকেএম চত্বরে অনুব্রতকে নজিরবিহীন কটাক্ষ, 'গরুচোর' স্লোগানে বিব্রত তৃণমূল নেতা
গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্তদের মধ্যে ১২১ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬২। শুধু মাত্র উত্তর দিনাজপুর বাদে গত ২৪ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলা থেকেই নতুন সংক্রমিতের হদিশ মিলেছে।