রাজ্যে দৈনিক করোনা ((Coronavirus)) সংক্রমণ ফের তিন হাজার ছুঁল। শুক্রবারের পর শনিবারও দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে টেক্কা দিল উত্তর ২৪ পরগনা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন। যা শুক্রবারের তুলনায় বেশি। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯৫০ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৭৪৩ জন। বৃহস্পতি এবং শুক্রবারও সংক্রমণের নিরিখে শীর্ষে ছিল এই জেলা। তারপরই কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭৪২ জন সংক্রমিত হয়েছেন। ১৪৩ জন আক্রান্ত হয়েছেন হুগলিতে। সংক্রমণের তালিকায় শেষে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্ত হয়েছেন ১২ জন। কালিম্পংয়ে নতুন সংক্রমণের হদিশ মেলেনি।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট ২১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬২ জন। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৫.৬৯ শতাংশ। এদিন ১ লক্ষ ৪৬ হাজার ৬৬১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ হয়েছে ৪০ লক্ষ ৮৫ হাজার ১৪১টি।