গত তিন মাসে সংখ্যাটা বাড়তে বাড়তে এসে হয়েছিল ৯৫। এটা ছিল বৃহস্পতিবার। শুক্রবার একলাফে হল ১০৭। আর শনিবার বঙ্গে ফের মাত্রা ছাড়ানোর ইঙ্গিত দিচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৩৯। তবে স্বস্তি দিচ্ছে একটাই পরিসংখ্য়ান। গত ২৪ ঘণ্টায় কোনও প্রাণহানি নেই। তবে বঙ্গে কোভিড বৃদ্ধি নতুন করে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। সেই কারণেই জেলা হাসপাতাল গুলিতে ১০ শতাংশ বেড কোভিড রোগীদের জন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে।
কারণ, সংক্রমণ রয়েছে। তার সঙ্গে রয়েছে উপসর্গ। কিন্তু হাসপাতালে ভর্তি তেমন কোনও খবর নেই। তাই বিশেষজ্ঞদের দাবি, হতে পারে তৃতীয় ঢেউয়ের মতো এবারও নিজের খেলা দেখাবে করোনা। আক্রান্তের সংখ্যা হয়তো বাড়বে। তবে তা মারণ নাও হতে পারে। স্বাস্থ্য দফতরের দাবি, শুক্রবারও দৈনিক সংক্রমণে কলকাতার থেকে এগিয়ে ছিল উত্তর ২৪ পরগনা। কিন্তু শনিবারের বুলেটিনে উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা।
একদিনে শহরে আক্রান্তের সংখ্য়া ৬২। যা সাম্প্রতিক অতীতে নজির বলেই দাবি বিশেষজ্ঞদের। ৪২ জন আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। এরপর আছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। দৈনিক সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্য়া কম। তবুও জেলা হাসপাতালগুলি ১০ শতাংশ বেড করোনা রোগীদের জন্য ধরে রাখারা নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে টেলি মেডিসিন চিকিৎসা চালানোর ক্ষেত্রেও ব্যবস্থা রাখা হচ্ছে।