দৈনিক সংক্রমণের গ্রাফে ওঠা-নামা চলছিল। কিন্তু একদিনে করোনায় একসঙ্গে পাঁচ জনের মৃত্যু, শেষ কবে হয়েছে, তা মাথা ঘেঁটেও বার করতে পারছেন না রাজ্যের চিকিৎসকরা। দীর্ঘ বেশ কয়েক মাস মৃত্যুহীন ছিল এই রাজ্য। গত কয়েকদিনেও এতটা লাফ দেয়নি। কিন্তু গত ২৪ ঘণ্টায় রাজ্যের স্বাস্থ্য় দফতরের রিপোর্ট বলছে, একদিনে করোনার বলি পাঁচ।
গত সপ্তাহের শেষ তিন হাজারের সামনে দাঁড়িয়েছিল দৈনিক সংক্রমণের সংখ্য়া। সোমবার এক লাফে তা নেমে গিয়েছিল ২ হাজারের নীচে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই ফের তা আড়াই হাজারের গন্ডি পেরিয়ে গেল। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন।
আরও পড়ুন : দেশে পজিটিভিটি রেট কমছে, দেশে একদিনে আক্রান্ত ১৩,৬১৫, মৃত্যু ২০ জনের
জেলায় দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা। একদিনের আক্রান্ত ৭৪৩ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৫৭৯ জন। তারপরে আছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান।