আর ঠিক ১৮ দিন দূরে পুজো। তার আগে বঙ্গে কোভিড গ্রাফে বেশ অনেকটাই স্বস্তি। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে দাবি, দৈনিক সংক্রমণ বেশ অনেকটাই নিম্নমুখী। তবে এদিন আর মৃত্যু শূন্য় রইল না বাংলা। কমেছে পজিটিভিটি রেট ও সক্রিয় রোগীর সংখ্যা। অ্যাকটিভ কেস কমেছে প্রায় হাজারখানেক।
রাজ্যে স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৭ জন। যা রবিবারও ছিল ২৪১। মৃত্যু হয়েছে একজনের। রবিবার এই সংখ্যা ছিল শূন্য। সুস্থ হয়ে উঠেছেন ২০,৮৬,০৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থতার সংখ্যা ২২১। শতকরা হিসেবে ৯৮.৮৯ শতাংশ।
স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিনে দেখা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮৭২। এর মধ্যে ৯৫ জন হাসপাতালে ভরতি। এই সংখ্যা সামান্য উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫,০৯৮ টি, যার মধ্যে মাত্র ২.৩০ শতাংশ রিপোর্ট পজিটিভ। রবিবার এই হার ছিল ৩.২৭ শতাংশ।