একদিন খানিকটা কমার পর ফের বেড়ে গেল রাজ্যের করোনা। সোমবার দৈনিক সংক্রমণ নেমেছিল দেড় হাজারে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তা ফের দু হাজারের গন্ডিকে ছাপিয়ে গেল। একইসঙ্গে পাল্লা দিল সক্রিয় রোগীর সংখ্য়া। যা ফের একবার চিন্তা বাড়াল প্রশাসনের। একদিনে প্রাণ হারিয়েছেন ছয় জন।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদফতরের বুলেটিন বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এই সংখ্য়াটাই সোমবার ছিল দেড় হাজারের নীচে। বেড়েছে পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টায় যা দাঁড়িয়েছে ১৫.৩৭ শতাংশ। কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২৩ জন।
সংক্রমণের নিরিখে কলকাতাকে অবশ্য় এদিনও পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে জেলায় করোনা আক্রান্ত ৪৪৬ জন। তবে জেলাওয়াড়ি সংক্রমণের তালিকায় অস্বাভাবিক ভাবে জায়গা করে নিয়েছে পশ্চিম বর্ধমান, মালদহ এবং বীরভূম। তিন জেলা মিলিয়ে একদিনে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন। পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাতেও একদিনে আক্রান্ত একশোর বেশি।