রাজ্য়ে করোনার দৈনিক সংক্রমণ ৫০০ নীচে নেমে গেল। গত কয়েকদিন টানা হাজারের উপর থাকার পর সোমবার এই স্বস্তির খবর জানাল রাজ্য়ের স্বাস্থ্য দফতরের বুলেটিন। ওই বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ছয় জনের।
যদিও জেলাওয়াড়ি দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষেই আছে কলকাতা। শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৭৪ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৩৮ জন। এছাড়াও কমবেশি প্রায় সব জেলা থেকেই মিলেছে সংক্রমিতের হদিশ। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা শূন্য।
শুধু রাজ্যেই দেশে করোনার দৈনিক সংক্রমণের নিরিখে সোমবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও দেখা গিয়েছে গ্রাফ বেশ অনেকটাই নিম্নমুখী।