বাংলার করোনা গ্রাফে ওঠা-নামা লেগেই আছে। তাই এখনই রাজ্যে করোনা যে একেবারে নিশ্চিহ্ন তা নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। কারণ, দিনের উপর নির্ভর করতে দৈনিক সংক্রমণের ওঠা-নামা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। সুস্থ হয়েছেন ৫২৭ জন। সুস্থতার হার ৯৯ শতাংশ। সবমিলিয়ে সুস্থ ২০ লাখের উপর মানুষ। মারা গিয়েছেন মাত্র দু জন। রাজ্য়ে মোট মৃত্যু ২১ হাজারের বেশি মানুষ।
শুক্রবার অবশ্য অনেকটাই বেশি ছিল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্য়া। আক্রান্ত হয়েছিলেন ৪০০ জন। তবে এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিনে একটা বিষয় পরিস্কার, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজ্যবাসী। তাই পুজোর আগেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সরকারি হিসাব বলছে, ১২ লাখের বেশি মানুষ এখনও পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন। বিশেষজ্ঞদের দাবি, এই বর্ষার মরশুমে আরও সতর্ক হয়ে থাকতে হবে রাজ্যবাসীকে। কারণ, করোনার দোসর এখন ডেঙ্গি।