রাজ্য়ের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফে ওঠা-নামা চলছে। এরমধ্য়েই জেলাওয়াড়ি সংক্রমণে মঙ্গলবার ফের দ্বিতীয় স্থানে উঠে এল উত্তর ২৪ পরগনা। সোমবার রাজ্যে দ্বিতীয় স্থানে ছিল বীরভূম। এদিন এই জেলা নেমে গিয়েছে তৃতীয় স্থানে।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ১ হাজার ২৩২ জন। যা সোমবারের তুলনায় সামান্য বেশি। নতুন করে মারা গিয়েছেন সাত জন। সংক্রমণের দিক থেকে শীর্ষে কলকাতাই। একদিনে শহরে আক্রান্তের সংখ্য়া ২২৪ জন।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দু জন মারাও গিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ২১ হাজার ৩৩৪ জন।
আরও পড়ুন: ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল, রাজ্যকে ৬ মাসের সময়সীমা দিল গ্রিন ট্রাইবুনাল
জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তৃতীয় স্থানে থাকা বীরভূমে আক্রান্ত ১১৪ জন। তবে স্বস্তি বাকি জেলায় করোনা সংক্রমণের সংখ্য়া ১০০ নীচে। দৈনিক পজিটিভিটি রেট ৯.০৫ শতাংশ।