করোনা (Coronavirus) আবহে চার পুরসভার নির্বাচনের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। হলফনামা দিয়ে আদালতকে সে বিষয়ে জানাল কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ পুরসভার নির্বাচনের জন্য অতিরিক্ত ৩০ শতাংশ ভোটকর্মীকে দায়িত্বে রাখা হবে। সাধারণ ভাবে প্রয়োজন হয় সাড়ে ৯ হাজার কর্মী। কিন্তু করোনা আবহে সেই সংখ্যা বাড়ানো হচ্ছে৷ এরপরেও রাখা হচ্ছে থার্ড লাইন রিজার্ভ হিসাবে আরও ২,২০০ ভোট কর্মীকে।
আরও পড়ুন: Gangasagar Mela: করোনা রুখতে কী ব্যবস্থা, গঙ্গাসাগরে খতিয়ে দেখল আদালতের প্রতিনিধি দল
আগামী ২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর পুরনিগমে নির্বাচন। জোরকদমে চলছে প্রচার।