সারা দেশেই ক্রমশ বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। এই পরিস্থিতিতে বিদেশ থেকে ফিরলেই নজরদারি করবে রাজ্য সরকার। ওমিক্রন (Omicron) মোকাবিলায় নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের।
নজরদারির দায়িত্বে জেলাশাসকেরা, সিএমওএইচ, কলকাতা পুরসভা। বিমানবন্দরে করোনা টেস্ট, ৮ দিনের মাথায় ফের আরটিপিসিআর (RTPCR) টেস্ট করানো হবে। রিপোর্ট পজিটিভ হলে নমুনা যাবে জিনোম সিকোয়েন্সিংয়ে। সেক্ষেত্রে বিমানের সহযাত্রীদের উপরেও নজরদারি করা হবে,তাঁদের করোনা পরীক্ষা করা হবে।
রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন আইসোলেশনের পরামর্শ।