রাজ্য মন্ত্রিসভায় আবারও করোনার (Coronavirus) থাবা। ডবল ডোজ ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি রয়েছেন হোম আইসোলেশনে। ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু। এর আগে করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।
আরও পড়ুন: Coronavirus: রোম থেকে ভারতে আসা বিমানের ১৫০ যাত্রীর করোনা
অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে উত্তর (North 24 Pargana) ও দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দুটি বিশেষ দল গঠন করল স্বাস্থ্য দফতর (Swasthya Bhawan)। প্রতিটি দলে ৪ জন করে মেডিক্যাল টেকনোলজিস্ট থাকবেন।
উত্তর ২৪ পরগনার দলটি প্রস্তুত থাকবে বিধাননগর হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার দলটি এম আর বাঙুর হাসপাতালে প্রস্তুত থাকবে।