রবিবারের তুলনায় সোমবার রাজ্যে অনেকটাই কমল কোভিডের দৈনির সংক্রমণ (Daily Covid Cases) । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৩১ জন । সোমবারও রাজ্যে কোভিডে মৃত্যু (Covid Death) শূন্য । রাজ্যে কোভিড থেকে সুস্থ (Recovery) হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৯৫ হাজার ৩৫৬ জন ।
সংক্রমণের হার (Positivity Rate) ০.৩৩ শতাংশ । এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৩৩ জন । মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের । গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৯,২৫৯ জন ।
হোম আইসোলেশনে রয়েছেন ৬১৫ জন করোনা রোগী । অন্যদিকে, হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ৬৫ জন । গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৮ হাজার ৪৭৩ জন ।