Covid 19 Treatment: কোভিডের চিকিৎসার জন্য নতুন গাইডলাইন কেন্দ্রের, জেনে নিন কী কী আছে সেখানে

Updated : Jan 18, 2022 20:59
|
Editorji News Desk

কোভিডের চিকিৎসার (Covid 19 Treatment) জন্য নতুন গাইডলাইন আনল কেন্দ্র। সোমবার নতুন গাইডলাইনে এইমস (AIIMS) ও আইসিএমআর (ICMR) জানিয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি অথবা ইমিউনোমডিউলেটরি থেরাপি আরও বাড়াতে পারে। এই ধরনের স্টেরয়ডের মাত্রারিক্ত ডোজ বা প্রয়োজনের থেকে বেশি নিলেন মিউকোমাইকসিসের মতো সংক্রমণের ঝুঁকি থাকে।

এই নতুন গাইডলাইনে বলা হয়েছে, মাঝারি ঝুঁকি বা বেশি ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে বাড়াবাড়ি হলে রেমডিসিভির (Remdesivir) দেওয়া যেতে পারে। তবে দেওয়ার আগে দেখে নিতে হবে, গত ১০ দিনের মধ্যে আক্রান্তের লিভার সংক্রান্ত কোনও সমস্যা নেই। অক্সিজেন সাপোর্টে আছে এমন রোগীর ক্ষেত্রেও রেমডিসিভির প্রয়োগ করা যাবে না। ঘরে যাদের কোভিড চিকিৎসা হচ্ছে, তাদের ক্ষেত্রেও রেমডিসিভির ব্যবহারে সতর্ক করা হয়েছে।

কোভিডে টসিলিজুমাব ড্রাগ ব্যবহারের ক্ষেত্রেও গাইডলাইনে জানিয়েছে এইমস ও আইসিএমআর। মারাত্মক ঝুঁকি থাকলে প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই ড্রাগস ব্যবহার করা যাবে। তবে রোগীকে আইসিইউতে থাকাকালীন এই ড্রাগস প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

কোভিড আক্রান্তদের Upper Respiratory Tract Symptoms থাকলে তা কম ঝুঁকিপূর্ণ রোগীদের তালিকায় রাখা হচ্ছে। এই ধরনের রোগীদের সাধারণত কাশি, গলা খুশখুশ, নাকে জল, মাথাব্যথা, অল্প জ্বর হচ্ছে। শ্বাসকষ্ট না থাকলে এই ধরনের আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বেশি জ্বর, শ্বাসকষ্ট বা পাঁচদিনের বেশি কাশি থাকলে ডাক্তারি পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা ৯০-৯৩ শতাংশের মধ্যে থাকলে হাসপাতালে ভর্তি হতে পারেন আক্রান্তরা। তাঁদের মাঝারি ঝুঁকিপূর্ণ রোগী হিসেবে চিকিৎসা হবে। এই ধরনের রোগীদের সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দিতে হবে। সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি দিয়ে অ্যাওয়েক প্রোনিং করাতে হবে।

আরও পড়ুন: একদিনে দেশে আক্রান্ত ২৩৮,০১৮, মৃত্যু ৩১০ জনের

অক্সিজেনের পরিমান প্রতি ৩০ মিনিটে ৯০ শতাংশের কম থাকলেই সেই রোগীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হবে। সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট লাগবে।

ICMRCOVID 19ICMR guidelineGovt

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার