করোনা(Covid) হলেই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Central Health Ministry)। বিগত বেশ কিছুদিন ধরেই এই কথা শোনা গেছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসক সকলের মুখেই।
কিন্তু ঠিক কোন সময় হাসপাতাল(Hospital) যাওয়ার দরকার, এবার তা নির্দিষ্ট করে জানানো হল স্বাস্থ্যমন্ত্রকের(Health Ministry) পক্ষ থেকে। বুধবার কেন্দ্রের তরফে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, ঠিক কী কী উপসর্গ দেখা দিলে তবেই হাসপাতালে(Hospital) নিয়ে যেতে হবে আক্রান্তকে।
নির্দেশিকায় বলা হয়েছে-
১) বাড়িতে থাকাকালীন যদি রোগীর ১০০-র উপরে জ্বর থাকে তিনদিনের বেশি এবং সেই জ্বর নামতে না চায়, তবে তার বিশেষ চিকিৎসার প্রয়োজন।
২) করোনা আক্রান্তের শ্বাস নিতে অসুবিধা হলে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
৩) ঘরের পরিবেশে যদি রোগীর অক্সিজেনের মাত্রা এক ঘণ্টার মধ্যেই তিনবার ৯৩ শতাংশের নিচে নেমে যায়, তবে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।
৪) মিনিটে শ্বাস-প্রশ্বাসের মাত্রা ২৪-এর বেশি হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলেই জানিয়েছে কেন্দ্র।
৫) শরীরের ব্যথা যদি কমতে না চায় বা করোনায় আক্রান্ত রোগী বুকে অনবরত চাপ অনুভব করলে চিকিৎসকের পরামর্শ জরুরি।
৬) কথাবার্তায় অসংলগ্নতা বা মানসিক বিকার দেখা গেলেও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
৭) রোগীর উঠে বসতে বা দাঁড়াতে সমস্যা হলে, মাংসপেশিতে ব্যথা অনুভব করলে যেতে হবে হাসপাতালে।
৮) শরীরে মাত্রাতিরিক্ত ক্লান্তিবোধ থাকলেও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।