খুব সংকটের মুহূর্তে বা রাগ হলে বাকি সব ভাষা ভুলেই যান আপনি? আশ্রয় নেন মাতৃভাষাতেই? চিন্তা করবেন না, এমনটা শুধু আপনার না, শর্মিলা ঠাকুরেরও হয়। সম্প্রতি সে কথা খোলসা করেছেন মেয়ে সোহা আলি খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, সইফ আলি খানের সঙ্গে ঝগড়া বাধলেই শর্মিলা নিমেষে বাঙালি মা! রাগ-অভিমান-দুঃখ, মনের ঝাল সবই মেটান বাংলায়। সোহা বলেন, "দাদা সইফের সঙ্গে বাংলায় তুমুল ঝগড়া হয় মার। আর মিটমাট করাতে আসরে নামতে হবে আমাকে! দু’জনেই যে আমায় ফোন করে সবটা আমায় বলবে!”
পটৌডি বংশের নবাব ঘরণী, ষাট-সত্তরের দশকে বলিউডের একেবারে প্রথম সারির নায়িকা এখনও যে মনেপ্রাণে বাঙালি, ফাঁস করে দিলেন মেয়ে সোহা-ই!