আবারও কি ফিরে আসছে করোনা আতঙ্ক? এখনই তেমন কিছু বলা যাচ্ছে না৷ তবে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কোভিড-১৯ এবং তার নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1-এর কারণে হওয়া শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর ক্ষেত্রপাল সিং জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাস ক্রমাগত
নিজেকে বিবর্তিত করে, বদলে বদলে যায় এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সম্প্রতি JN.1 সাব-ভ্যারিয়েন্টটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। আপাতত এর থেকে জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা কম হলেও নিয়মিত নজরদারি এবং দেশগুলির মধ্যে তথ্যের আদানপ্রদান জরুরি।
ক্ষেত্রপাল সিং আরও জানিয়েছেন, ছুটির মরশুমে মানুষজন বেড়াতে যান, উৎসব উপলক্ষে একজায়গায় জড়ো হন৷ এসবের ফলে ছড়িয়ে পড়তে পারে ভাইরাসজনিত শ্বাসকষ্টের মতো রোগ। তাই কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বিষয়টি একেবারেই অবহেলা করা চলবে না।