রাষ্ট্রপুঞ্জের এজেন্সির মাধ্যমে কোভ্যাক্সিন (Covaxin) সরবরাহের ওপর স্থগিতাদেশ জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সূত্রের খবর, কোভ্যাক্সিনের প্রস্তুতকারক সংস্থা 'ভারত বায়োটেক'-কে (Bharat Biotech) পরিকাঠামোর উন্নতি এবং অন্যান্য যে যে সমস্যাগুলি দেখা গিয়েছে তা ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রাষ্ট্রপুঞ্জের (UN) ওই এজেন্সিকে সংশ্লিষ্ট বিষয়টিতে 'যথাযথ ব্যবস্থা' গ্রহণ করার নির্দেশ দিয়েছে। যদিও, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, কোভ্যাক্সিন টিকা নিয়ে কোনও সমস্যা নেই। টিকার কার্যকারিতা নিয়েও কোনও প্রশ্ন নেই।
আরও পড়ুন: ধোনির সাড়ে তিনশোতম ম্যাচে নায়ক লিভিংস্টোন, চেন্নাইকে ৫৪ রানে হারাল পাঞ্জাব
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফ থেকে এই কথাও বলা হয় যে, কোভ্যাক্সিন (Covaccine) সম্পূর্ণ নিরাপদ। তবে, ১৪ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত একটি সমীক্ষার পরে এই স্থগিতাদেশের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারত বায়োটেকের (Bharat Biotech) পক্ষ থেকে জানানো হয়, কোভ্যাক্সিনের চাহিদা কমে যাওয়ার কারণে আপাতত উৎপাদন (Production) কমানো হচ্ছে। এখন থেকে কারখানার পরিকাঠামোর উন্নতি, উৎপাদন প্রক্রিয়ার দেখভাল এবং আনুষাঙ্গিক বিষয়ের উপর আরও বেশি করে নজর দেবে সংস্থা।