বিগত কয়েক দিন ধরেই দেশের দৈনিক কোভিড- গ্রাফ ঊর্ধ্বমুখী। এই নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশই। এরই মধ্যে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়াল। এই পরিস্থিতিতে করোনা টিকা নিয়ে নয়া নির্দেশিকা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
ওমিক্রনের এক্সবিবি (Omicoron XBB) ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। সংক্রমণ রুখতে টিকাকরণ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাতে বলা হয়েছে, করোনার টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও ফের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। একবার বুস্টার নেওয়া থাকলেও ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আবার বুস্টার টিকা নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ২.৭৩ শতাংশ। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০৯। দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ৯৮.৭৮ শতাংশ রোগীই করোনাকে হার মানিয়েছেন।