বিশ্বের বিভিন্নপ্রান্তে ফের আসতে চলেছে করোনার (Corona new wave) ঢেউ, এমনটাই আশঙ্কা করছে হু (WHO)। ইতিমধ্যে ভারতে করোনার প্রকোপ (Covid 19 in India) বেশ কিছুটা থিতিয়ে এলেও চতুর্থ ঢেউ (Covid new variant) আসা নিয়ে আশঙ্কাপ্রকাশ করে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। করোনার পরীক্ষা (Covid test) করার সঙ্গে সঙ্গেই জিনোম পরীক্ষা করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
আরও পড়ুন: ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো হাওয়া, টোল ফ্রি নম্বর চালু আন্দামানে
এর মধ্যেই ওমিক্রনের (Omicron) নতুন একটি শাখা 'স্টেলথ ওমিক্রন' (Stealth Omicron) বিশ্বজুড়ে ক্রমে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার হংকং এবং দক্ষিণ কোরিয়াতে কয়েক লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন কোভিডে (Covid 19)। ক্রমে সংক্রমণ (Covid affected in China) বাড়ছে চিনেও। তাই, ও দেশের একাধিক প্রদেশে ফের লাগু করা হয়েছে লকডাউন। গত এক বছরের মধ্যে এই প্রথমবার করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে চিনে।