WHO's report on covid death in India: দেশে অতিমারীতে অতিরিক্ত মৃত্যু ৪৭ লক্ষের, রিপোর্ট মানছে না কেন্দ্র

Updated : May 06, 2022 07:40
|
Editorji News Desk

করোনা সংক্রমণে ভারতে ২০২০-২১ সালে অতিরিক্ত মৃত্যু হয়েছে ৪৭ লক্ষের। বিশ্বস্বাস্থ্য সংস্থার (হু) দেওয়া তথ্য বলছে, এই মৃত্যুর হার স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া এই হিসেব অবশ্য মানতে নারাজ কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে জন্ম, মৃত্যু নথিভুক্তির একটি নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে।  হু-এর দেওয়া তথ্য, পরিসংখ্যান অস্বাভাবিক এবং তা প্রশ্নাতীত নয়।

 অতিমারির সময়ে মৃত্যুর সংখ্যা এবং তার আগের বছর অতিমারির অনুপস্থিতিতে মৃত্যুর সংখ্যা দুইয়ের তুলনামূলক চর্চা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। 

বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী আগস্ট ২০২০-তে  মৃত্যুর সংখ্যা ছিল ৬২ হাজার। কিন্তু সেপ্টেম্বর থেকে মৃত্যুর হার বাড়তে থাকে।  গত বছর এপ্রিল, জুন মাসে সেই গিয়ে দাঁড়ায় ৪৭ লক্ষে। অতিরিক্ত মৃত্যুর কারণ হিসেবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কোভিড ১৯-কেই দায়ী করা হয়েছে রিপোর্টে। 

 
এই অতিমারির সময়কালে বেশির ভাগ অতিরিক্ত মৃত্যু (৮৪শতাংশ) হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ এবং আমেরিকায়। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অতিরিক্ত মৃত্যুর প্রায় ৬৮ শতাংশ বিশ্বের মাত্র ১০টি দেশে কেন্দ্রীভূত।

 


 

 

COVID 19WHO chief

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার