ওমিক্রনই (Omicron) করোনাভাইরাসের শেষ প্রজাতি নয়, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানাম ঘেব্রেসু। কোভিড ১৯ ভাইরাসের (Covid 19 Virus) আরও নতুন প্রজাতির সন্ধান মিলতেই পারে। সেই সম্ভাবনার কথা জানালেন স্বয়ং WHO-এর ডিরেক্টর জেনারেল। তবে চলতি বছরের শেষে অতিমারীর সবচেয়ে ভয়াবহ সময়টুকু শেষ হতে পারে, আশার আলো দেখালেন তিনি।
বিশ্বের প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে অতিমারী (Pandemic) অবস্থা পেরোতে পারব আমরা।
করোনায় যাঁদের ঝুঁকি সবচেয়ে বেশি, তাঁদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা করা এবং নতুন প্রজাতি আসছে কিনা, নিশ্চিত করতে নিয়মিত সিকোয়েন্সিং এর প্রয়োজন রয়েছে, জানালেন হু প্রধান।