এক সপ্তাহের মধ্যে কলকাতায় ফের করোনায় মৃত্যুর ঘটনা ঘটল। গত ২৯ মে-র পর ৪ জুন অর্থাৎ শনিবার ভোরে করোনা আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হল কলকাতায়।
সরকারি পরিসংখ্যান বলছে, শুক্রবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪২। সংখ্যাটি প্রতিদিনই কিছুটা কমছে। কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী সংক্রমণের সংখ্যা কমলে গত এক সপ্তাহের মধ্যে এনিয়ে করোনায় দুই জনের মৃত্যু ঘটল কলকাতায়।
India Covid Update: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ৪০৪১, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ জনের
শনিবার ভোরে বেলেঘাটা আইডি হাসপাতালে যে মহিলার করোনায় মৃত্যু হয়েছে তিনি উত্তর ২৪ পরগনার বাসিন্দা ছিলেন। ওই মহিলা বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। ২ জুন তাঁর অবস্থার অত্যন্ত অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। শনিবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়।
রাজ্যের ইদানীং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। শেষ মৃত্যু নথিভুক্ত হয়েছিল গত ২৯ মে। তার পর শনিবার আবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের। এদিকে দেশের অন্যান্য রাজ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণ চার হাজার ছাড়িয়ে গিয়েছে এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার ফের সেই রাজ্যের বাসিন্দাদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।