কোনওমতেই ওমিক্রনকে (Omicron) হালকাভাবে নেওয়া যাবে না। করেনাভাইরাসের (Coronavurus) এই প্রজাতিটির কারণে মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির যে উপপ্রজাতি রয়েছে তা নিয়ে নয়া সতর্কবার্তা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। WHO-এর প্রধান বলেন, ওমিক্রন সাবভেরিয়েন্ট BA.2 সম্ভবত 'অরিজিনাল' এর মতোই ভয়াবহ।
আরও পড়ুন: Covid-19: কমছে সংক্রমণ, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত কতজন?
মঙ্গলবার WHO-এর তরফে বলা হয়েছে করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা এখনই তুলে নেওয়া উচিত নয়। নিয়ম শিথিল করতে আগ্রহী দেশগুলিকে সতর্ক করেছে WHO। তাদের মতে, এখনও অনেক লড়াই বাকি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, "যে কোনও দেশের পক্ষে করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করার সময় নয় এখনই। এই ভাইরাসটি বিপজ্জনক। এটি আমাদের চোখের সামনে বাড়ছে ক্রমশ। WHO বর্তমানে চারটি উপ-প্রজাতির উপর নজর রাখছে। Omicron ভেরিয়েন্ট, BA.2 সহ আরও অনেক প্রজাতির ওপর নজর রাখা হচ্ছে।"