গরম বাড়তেই দেশের পশ্চিমাঞ্চলে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (Corona virus)। দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করল এবার করোনার নতুন প্রজাতি XE-এর হদিশ পাওয়া গেল গুজরাত (Gujrat) থেকে। রাজ্যের স্বাস্থ্যদফতর সূত্রে ওই সংবাদমাধ্যমের কাছে এই খবরের সতত্য স্বীকার করা হয়েছে। যদিও আক্রান্তদের বিদেশ যাত্রার কোনও ইতিহাস আছে কীনা, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। এমনকী, দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
গত ৩১ মার্চ ভারত থেকে উঠে গিয়েছে করোনা বিধি (Covid noms)। শুধুমাত্র দেশবাসীকে মাস্ক (Musk) ব্যবহার করতেই অনুরোধ করা হয়েছে। তারমধ্যে বেশ কিছু রাজ্য আছে, যারা মাস্কের ব্যবহারও তুলে দিয়েছে। বিশেষ করে দিল্লি, হরিয়ানার মতো রাজ্য কার্যত উঠে গিয়েছে মাস্কের ব্যবহার। যদিও সরকারি এই সিদ্ধান্তের অনেক আগেই বিশ্বের প্রতিটি দেশকে XE নিয়ে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র দাবি ছিল, এখনই করোনার হাত থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই।
এই সপ্তাহেই ভারতের মাটিতে প্রথম XE সন্ধান পাওয়া যায় মুম্বইয়ে। বিদেশ থেকে আসা এক মহিলার দেহে করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল বলে প্রথমে দাবি করেছিল মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুরসভা। কিন্তু সেই দাবি এখনও পর্যন্ত স্বীকার করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দিল্লির বক্তব্য, XE-তে আক্রান্ত সন্দেহ করা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়। এর পর জিন বিশেষজ্ঞরা বিশদে নমুনাটি বিশ্লেষণ করেন। তবে তাঁদের অনুমান যে এই রূপটির জিনের গঠন এক্সই রূপের জিনের গঠন থেকে আলাদা।