আর অভিনয় করবেন না আমির খান। আপাতত বছর দেড়েকের বিরতি চান তিনি। পরিবার, মা এবং সন্তানদের সঙ্গে দিন কাটাতে চান । সম্প্রতি এমনটাই জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে, প্রযোজনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল, একাধিক আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত স্প্যানিশ ছবি 'চ্যাম্পিয়ন'-এর রিমেকে অভিনেতাকে দেখা যাবে। খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে। পরিচালনা করবেন আর এস প্রসন্ন। কিন্তু সিদ্ধন্ত বদল করেন আমির। সম্প্রতি 'চ্যাম্পিয়ন' ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই বিরতির কথা ঘোষণা করেন আমির। জানান, তিনি আপাতত আর কোনও ছবিতেই কাজ করবেন না। গত ৩৫ বছরের কেরিয়ারে কাজকে প্রাধ্যান্য দিতে গিয়ে পরিবারকে সময় দিতে পারেননি। তাই বর্তমানে পরিবারকে সময় দিতে চান তিনি। তবে, অভিনয় না করলেও ছবিটি প্রযোজনা করবেন অভিনেতা।