টলিউডের সুপারস্টার, ইন্ডাস্ট্রির ‘Boss’। আবার আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ও তিনি। বলার অপেক্ষা রাখে না তিনি জিৎ। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন৷ সদ্য পুত্র সন্তানের জন্মও দিয়েছেন জিৎ। ছেলে, মেয়ে স্ত্রীকে নিয়ে ভরা সংসার তাঁর। জিতের মেয়ে নবন্যা, বাবার চোখের মণি। মাত্র ১২ বছর বয়সেই এবার বিনোদুনিয়ায় পা রাখতে চলেছেন জিৎ কন্যে।
বড়দিনের আগে উপহার জিতের পরিবারের। মেয়ে এবং তাঁর ভাইঝি কৃষ্ণা মিলে ‘দিস ক্রিসমাস ইভ’ গানটি গেয়েছে। আর এই দুই খুদের প্রতিভায় মুগ্ধ জিৎ। বড়দিন উপলক্ষে এই গান ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। মিউজিক প্রোগ্রামার কেডি। গানটির জন্য কৃষ্ণা এবং নবন্যাকে গাইড করেছেন অনীক ধর।
গান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জিৎ বলেন, “আমাদের গোটা পরিবার অত্যন্ত খুশি আর গর্বিত এই দুজনের প্রতিভায়।” জিৎ-এর মেয়ের গান শুনে ধন্য ধন্য করছেন শ্রোতারাও।