পর্দায় তিনি ফেলুদা হয়েছেন, ব্যোমকেশ হয়েছেন, এবার স্বপন কুমারের গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
স্বপন কুমারের গোয়েন্দা চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়। ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে তৈরি করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এতদিন মগজাস্ত্র ব্যবহার করতে দেখা গিয়েছে আবীরকে, পর্দায় কখনও বা করেছেন সত্যান্বেষণ। দীপক চট্টোপাধ্যায় তুলনায় একটু বেশি ডাকাবুকো, সেই চরিত্রে এবার আবীরকে কেমন লাগে, তা দেখার জন্য মুখিয়ে দর্শক।
হইচই স্টুডিও প্রযোজনা করবে ছবিটি।