বড়পর্দায় অভিনয়, ছবি প্রযোজনা তো আছেই । সম্প্রতি, ছোটপর্দাতেও (Television) দেখা যাচ্ছে অভিনেতা জিৎ (Jeet)-কে । কিছুদিন আগেই জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে । এবার শোনা যাচ্ছে, ফের টেলিভিশনে একটি নতুন নন-ফিকশন শো (Non-Fiction) শুরু করতে চলেছেন জিৎ ।
জানা গিয়েছে, এই শো-টি দেখা যাবে স্টার জলসায় (Star Jalsha) । আর এই শো-টি রোম্যান্স কেন্দ্রিক এবং সম্পূর্ণ অন্য ধরনের বলেই শোনা যাচ্ছে । সোমবারই এর প্রোমো শুট হয়েছে বলে খবর । অবশ্য, শোয়ের ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন, Tele Serial : 'রাসমণি'-র জায়গা নিচ্ছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা', তাহলে কি শেষ হচ্ছে 'রাসমণি'?
সিনেমা হলে মুক্তি পাওয়া জিতের শেষ ছবি ‘বাজি’। এই মুহূর্তে 'রাবণ'-এর শুটিং চলছে । এই বছর ইদে সম্ভবত মুক্তি পেতে সিনেমাটি । এছাড়াও, হাতে আরও দু-একটা ছবির কাজ রয়েছে বলে জানা গিয়েছে ।