জানুয়ারির পাঁচ তারিখ অভিনেতা সাংসদ দীপক অধিকারীর (Dev) করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৯ তারিখই করোনামুক্ত (Corona negative) হলেন অভিনেতা সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় সে খবর নিজেই জানিয়েছেন দেব।
একই সঙ্গে করোনা আক্রান্ত ছিলেন দেবের বান্ধবী রুক্মিনি মৈত্রও (Rukmini Moitra)। তবে সাত দিনের নিভৃতাবাস কাটিয়েই জনসমক্ষে আসবেন নায়ক, জানিয়েছেন সে কথাও।
টলিউডে একের পর এক শিল্পী করোনা আক্রান্ত হয়েছেন। সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), সোহম চক্রবর্তীরাও (Soham Chakraborty) করোনা আক্রান্ত এই মুহূর্তে।